নলছিটিতে মুক্তিযুদ্ধে নিহত শহীদ আউয়ালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

এইচএম সিজার, নলছিটি থেকে ::
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের ঐতিহাসিক কাঠিপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে, মহান মুক্তিযুদ্ধের আত্নত্যাগী সৈনিক শহীদ আব্দুল আউয়াল সহ সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনায় “ওয়াজ ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়।

(১৯ নভেম্বর ২০১৯ইং, শুক্রবার,বাদ আসর )
এতে প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসিহত করেন জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর) আমীরুল মুসলিহীন, বাংলাদেশ হিযবুল্লাহ জামিয়াতুল মুসলিমীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কাজী এ এম ইউসুফ জাহান প্রিন্সিপাল ও চেয়ারম্যান কুরআন ও সুন্নাহ্ রিসার্চ ইনস্টিটিউট,খতিব বায়তুল মামুর (চাঁদ) জামে মসজিদ আদাবর-১০ ঢাকা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল পরিচালক, নেছারাবাদ অনাবাসিক আলিম মাদ্রাসা, মাওলানা এইচএম সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামীক সাংস্কৃতিক জোট,সাহেবজাদা পীড় সাহেব মোড়লগঞ্জ বাগেরহাট, আলহাজ্ব মাওলানা আব্দুল হক ইমাম ও খতিব, দক্ষিণ ষাইটপাকিয়া বায়তুল নূর জামে মসজিদ।

এ ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব হজরত মাওলানা মোঃ সেকেন্দার আলী সিদ্দিকী পীর সাহেব কাজীপাড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন উপ-সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনাব সুলতান মাহমুদ প্রাক্তন উপ-সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয়, জনাব মোঃ জসিম উদ্দিন খান সিনিয়র স্টাফ রিপোর্টার্স সহ স্থানীয় ও দুর-দুরন্ত থেকে প্রায় ১৫ শতক আগত মুসল্লিরা এ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। এবং মাহফিল শেষে তবারক বিতরনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest