জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের রতনপুর সুইচগেট এলাকায় শীর্ষ মাদক কারবারী ও র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ১ জন মাদক কারবারী নিহত এবং ২ র‌্যাব সদস্য আহত হয়েছে। বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদক কারবারী বাগজানা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা উত্তর গোপালপুরের আব্দুল জলিলের পুত্র রবিউল ইসলাম মিন্টু (৩৫)। তার বিরুদ্ধে অপহরণ ও মাদকসহ প্রায় ১৯টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। গত ২ বছর আগে নিহতর ছোট ভাই রেন্টুও র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় বলে জানা গেছে । জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল মাদক উদ্ধারে গেলে র‌্যাব কে দেখতে পেয়ে মাদক কারবারীরা র‌্যাবের উপর গুলি ছুড়লে র‌্যাব আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে ১ জন মাদক কারবারী গুলিবৃদ্ধ হয় ও ২ র‌্যাব সদস্য আহত হয়। আহত গুলিবৃদ্ধ মাদক কারবারীকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন। পরে ঘটনাস্থলে থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যুাটার গান, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৫০২ বোতল ফেন্সিডিল, ১২’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest