ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা শিরোইল কলোনী এলাকার রেলকর্মচারী রাকিবুলের স্ত্রী। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কোন এক সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চন্দ্রিমা থানার সেকেন্ড অফিসার এসআই গোপাল বলেন, ওই গৃহবধূ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে নিজ কক্ষে আত্মহত্যা করে। কেন তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST