ঘাটাইলে রানা আদর্শ ক্লাবের শুভ উদ্বোধন করলেন সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

ঘাটাইলে রানা আদর্শ ক্লাবের শুভ উদ্বোধন করলেন সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে রানা আদর্শ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়।টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অন্যতম ত্যাগী নেতা ঘাটাইলের দুইবারের সফল সাংসদ আলহাজ্ব আমানুর রহমান খান রানার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার যুবসমাজ এ ক্লাব প্রতিষ্ঠা করেন।এজন্যই ক্লাবের নাম করন করা হয় রানা আদর্শ ক্লাব।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লাবের শুভ উদ্বোধন করেন সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ হোসেন,উপজেলা চেয়ারম্যান কাজী আরজু,লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একাব্বর আলী,স্হানীয় আওয়ামী লীগ নেতা এবং গারোবাজার বনিক সমিতির সভাপতি জনাব হারুনর রশীদ,বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগ নেতা এনামুল কবির,রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চুন্নু,রুগ্ন আহ্বায়ক মিঠুন সরকার বারেক,আওয়ামী লীগ নেতা,আমজাদ হোসেন,রসুলপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল মালেক,ছাত্রলীগ নেতা রুবেল হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রানা উক্ত সঙ্গঠন কে রাজনৈতিক সংগঠন না ভেবে সামাজিক সংগঠন হিসাবে পরিচালনা করার নির্দেশনা দেন এবং সামাজিক সচেতনতা এবং উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে সমাজের উন্নয়নে অবদান রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন আমি সবসময়ই ঘাটাইলের অবহেলিত মানুষের সুখেদুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং তাদের ভাগ্য উন্নয়নে কাজ করেছি।ভবিষ্যতেও আমার চেষ্টা অব্যাহত থাকবে।সবাইকে সাথে নিয়ে তার অসমাপ্ত কাজগুলো করার আশাবাদ ব্যক্ত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest