ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহী ব্যুরো :
পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে হাসান মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার সময় উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু হাসান ঐই গ্রামের মন্টু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশুটি ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলা করছিলো। সেসময় বাড়ির সবাই তাদের কাজে ব্যস্থ থাকায় শিশুটি সবার অজান্তে বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে তার পরিবারের লোকজন দেখতে না পেয়ে তার খোঁজাখোজি শুরু করে। এসময় শিশুটিকে পুকুরের ভাসতে দেখে তার আতিœয় স্বজনদের খবর দেওয়া হয়। সেসময় তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শিশু হাসানের মৃত্যুতে তার পবিবারে শোকের ছাড়া নেমে আশে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST