বরিশাল জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

বরিশাল জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ আজ ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়, দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে বরিশালে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (প্রতিরোধ) দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনসহ বরিশাল জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করার পাশাপাশি সদস্যদের সাথে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest