কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের উত্তর মাথায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হোটেল ব্যবসায়ী মো. রফিক মুন্সি (৪৮) বন্দরের সরকারি জমিতে বন্দর রক্ষা বাধেঁর পাইলিং অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার সরেজমিনে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত দোকানটি উচ্ছেদ সরকারি জমি দখলমুক্ত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান, আমুয়া বন্দরের অবৈধ স্থাপনাটি গতকাল শনিবার দুপুর একটার মধ্যে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হলেও সে আমলে নেয়নি। তাই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। এ অবৈধ স্থপানটি থাকলে বন্দর রক্ষা বাধেঁর ব্যাপক ক্ষতি হতো। জনস্বার্থ ও সরকারি জমি ও সম্পদ রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সদ্য যোগদানকারী এ কর্মকর্তা।


alokito tv

Pin It on Pinterest