ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একই পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার(২৮ জুন) সন্ধ্যায় উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত শিশুরা হলো, উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের আলতাব হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব(০৬) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি জামাল উদ্দিন(০৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশু হাবিব ও জামাল। এর কোন একসময় তারা পুকুরে নামলে গভির পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাদের না পেয়ে অনেক খোঁজা খুঁজির এক পর্যয়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST