নলছিটির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

নলছিটির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী
ই.এইচ সুজন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও নলছিটি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতার অন্যতম সদস্য এবং নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুন। ২০১৯ সালের এ দিনে বার্ধক্য জনিত কারণে ৭২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। প্রয়াত নিজাম উদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আগামী শুক্রবার (৩ জুলাই) বাদ জুমা নলছিটি শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এলাকায় শিক্ষাবিস্তারের জন্য যে ক’জন তরুন ও যুবক শহরের প্রাণকেন্দ্রে নলছিটি ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে নিজাম উদ্দিন তালুকদারের অবদান অন্যতম। পরবর্তীতে কলেজের উন্নয়নে এবং অসহায়-অস্বচ্ছল ছাত্রদের বিভিন্ন রকমের সহযোগীতার মাধ্যমে সদালাপী নিজাম তালুকদার জীবনের মূল্যবান অনেকটা সময় ব্যয় করেন। কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু তিনি পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। ২০০৯ সালে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে নিজাম উদ্দিন তালুকদার বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও, তিনি নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এই সদালাপী নেতা। তিনি সারাজীবন পরোপকারী ও সাদা মনের একজন মানুষ হিসেবে উপজেলার দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত ছিলেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। প্রয়াত নিজাম উদ্দিন তালুকদারের ছেলে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদার তার প্রয়াত বাবার রুহের মাগফিরাত কামনায় বলেন- হে মহান বিধাতা আপনার কাছে প্রার্থনা আপনি আমার বাবাকে জান্নাতবাসী করুন। বন্ধু মহল, আত্নীয়-স্বজনসহ সবার কাছে আমার বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থণা করছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest