জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার
চেঁচড়া সীমান্ত এলাকায় ৩০ জুন মঙ্গলবার ভোররাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মাদক ব্যবসায়ী পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দীনের ছেলে ইলিয়াস হোসেন (৩৫)।

জয়পুরহাট,২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো জানান, মঙ্গলবার ভোররাতে চেচঁড়া সীমান্তের ২৮৩/০৯ সাব পিলার এলাকা দিয়ে কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশ সিমান্তের অভ্যন্তরে প্রবেশের সময় তাদেরকে টহলের সদস্যরা দাঁড়ানোর সংকেত দিলে তারা পালিয়ে গেলেও ১৭ কেজি গাঁজাসহ ইলিয়াছকে হাতেনাতে আটক করে বিজিবি সদস্যরা।

পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest