আগামী অর্থ বছরের আগেই সবক’টি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করব-এমপি রতন

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

আগামী অর্থ বছরের আগেই সবক’টি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করব-এমপি রতন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, জামালগঞ্জে বিজয়ের মাসে কর্মীবান্ধব সংগঠন উপহার দিতে চাই। আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। দলের প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার নেতৃত্বে দলকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। জননেত্রীর প্রতিটি উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শনিবার বিকালে সাচনা বাজারে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন। এমপি রতন আরো বলেন, জানুয়ারির শেষের দিকে সাচনা বাজার হতে গোলকপুর বাজার পর্যন্ত চারলেন রাস্তার টেন্ডার হবে। আগামী অর্থ বছরের আগেই সবক’টি গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করব। জামালগঞ্জ ছাড়াও সাচনা বাজারের আশেপাশে আরেকটি বিদ্যুৎ সাবস্টেশন করা হবে। এমপি রতন বলেন, আমি শুধু রতন ছিলাম, আপনাদের ভালোবাসা ও ¯েœহ দিয়ে ৩ বার আমাকে এমপি রতন বানিয়েছেন। জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, জেলা শ্রমিক লীগ সদস্য সায়েম পাঠান, যুবলীগ নেতা মো. বোরহান উদ্দিন, গোলাম হোসেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মো. নূরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানবীর কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest