১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলো মধুপুরে ট্রাক চাপায় আহত শিশু ইব্রাহিম

প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলো মধুপুরে ট্রাক চাপায় আহত শিশু ইব্রাহিম

শহিদুল ইসলাম সোহেল,ময়মনসিংহ ব্যুরোঃ টাঙ্গাইলের মধুপুরে ট্রাক চাপায় আহত সেই শিশু ইব্রাহীম ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে আজ বিকেল আনুমানিক ৫ টার দিকে মারা গেছে।সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। উল্লেখ্য সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুরেও একদিকে ট্রাক শ্রমিক তাদের ৯ দফা দাবী আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে মধুপুর উপজেলার জলছত্র নামক স্থানে ৪ বছরের এক নিষ্পাপ শিশুর পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় এক ঘাতক ট্রাক ড্রাইভার। জানা যায়,বুধবার (২০ নভেম্বর) বিকেলে জলছত্র হতে অটোভ্যন রিক্সা যোগে শিশু ইব্রাহীম তার মা চায়না বেগমের সাথে বাড়ীতে যাচ্ছিল। এমন সময় জলছত্র পুলিশ ফাঁড়ী হতে একটু দুরে বিপরীত দিক থেকে সাইফুল ট্রেডার্স নামক সার ভর্তি একটি ট্রাক যার নাম্বার ঢাকা (মেট্রো ট ২২-২৮৫৭) ভ্যান রিক্সাকে চাপ দেয়। প্রত্যক্ষ্য দর্শী এবং এলাকা সুত্রে জানা যায় দ্রুত আসা উক্ত ট্রাকটি ভ্যান রিক্সাকে চাপ দিলে ইব্রাহীম পড়ে যায় এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয় তার পায়ের উপরের অংশ। স্হানীয়রা আহত অবস্হায় শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন থাকার পর অবস্হার অবনতি হলে ৩ দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গুহাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এদিকে মধুপুরের সার্কেল এএসপি কামরান আহমেদ এবং মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার আলম খান আবুর নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় স্বার্থান্বেষী মহলের ছত্রছায়ায় ট্রাকটি ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে একদম নিঃশেষ হয়ে গেছে নিহত শিশু ইব্রাহিমের পরিবার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest