ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও জেলায় আজ তিন চিকিৎসকসহ সর্বোচ্চ ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ এর পিসি আর ল্যাবে পৃথকভাবে নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে রামেক ল্যাবে ২৮ জন ও রামেক হাসপাতালে পিসি আর ল্যাবে ৬২ জনের কন্যা শনাক্ত হয়।
করোনা শনাক্ত হওয়া ৯০ জনের মধ্যে বেশিরভাগই রাজশাহী মহানগরীর বাসিন্দা। এর আগে মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়। রামেক হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালে পিসি আর ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ৬২ জন করোনা পজেটিভ হয়। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST