ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
রাজশাহী ব্যুরো :
রাজশাহীতে তিন চিকিৎসকসহ ১ দিনে সর্বোচ্চ পূর্বের রেকর্ড ভেঙ্গে ১০৬ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে রাজশাহীতে মোট ৭৮৫ জন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষা করে ৬২ জন করোনা পজিটিভ হয় ও বাকিগুলো রামেকের পিসিআর ল্যাবে শনাক্ত হয়। ১০৬ জনের মধ্যে জনপ্রতিনিধি, চিকিৎসক, পুলিশ সদস্য হাসপাতালের সহকারী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা পজিটিভ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
এর আগে রাজশাহীতে সর্বোচ্চ একদিনে ৬৬ জন, তারপরে বুধবার ৬৯ জন ও বৃহস্পতিবার সর্বোচ্চ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ১০৬ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। ৭৮৫ জন রোগীর মধ্যে ৫৪০ জনই রাজশাহী মহানগরীতে রয়েছে। আর বাকি ২৪০ জন জেলার বিভিন্ন উপজেলায় অবস্থান করছেন।
করোনা পজিটিভরা হলেন, ডা. শামসুজ্জামান, ডা. রুহুল আমির, নাসরিন, আব্দুল লতিফ, রফিকুল, রতন কুমার, ডা. সিফাত, সাদিকুল, রিভা পারভিন, মাহবুব, জয়, ফিরোজা, জলি, একেএম বাকি, আমিনুল, মেঘনাথ সাহা, আলি, নাহার, রাসেল, ইয়াসমিন, খাদিজা, স্বপ্না, সারা, কামরুন্নেসা, সওগতা, সুবাস, মিজানুর, তানজিলা, টুম্পা, ডিভাত, উজ্জ্বল, আসাদুজ্জামান, শাহানা, আক্কাশ, বাসল, বকুল, নিলকান্ত, রাকিবুল, মনিরুল, মজিবর, শিউলি, দিলরুবা, গোলাম কাউসার, রুহুল, মকবুল, সাইদুর, চান, পরিতোষ, আবুল, দেলোয়ার, শহিদুল, জান্নাতুল মাওয়া, মৌসুমি, মাহবুব, এহসান, মারুফ, বাদশা, রোকসানা, রাফি ও ইমাম উদ্দিন। বাকিদের নাম জানা যায়নি।
৭৮৫ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৫৪০ জন, বাঘা উপজেলায় ২০ জন, চারঘাট উপজেলায় ২৮ জন, পুঠিয়া উপজেলায় ১৪ জন, দুর্গাপুর উপজেলায় ১২ জন, বাগমারা উপজেলায় ৩১ জন, মোহনপুর উপজেলায় ৪১ জন, তানোর উপজেলায় ৩৭ জন, পবা উপজেলায় ৫২ জন ও গোদাগাড়ী উপজেলায় ১০ জন রয়েছে। এরমধ্যে ৮ জন মারা গেছে ও ৫৩ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত রাজশাহী জেলায় ২০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়।
রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST