ঢাকা ৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
বরিশাল মহানগর প্রতিনিধিঃ “সুস্থ মেধাবী জাতি চাই প্রতিদিনই ডিম খাই” এই স্লোগান নিয়ে গত ১১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব ডিম দিবস ২০১৯।
এ ডিম দিবস উপলক্ষে আজ ১৬ অক্টোবর বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ১০৫ দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিম খাওয়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মুরগীর ডিম খাবারের জন্য বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল, ডাঃ কানাই লাল স্বর্ণকার। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, রাসেল ইকবাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডাঃ মোঃ নুরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর, মোঃ রফিকুল ইসলাম তালুকদারসহ স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য একটি করে সিদ্ধ ডিম খাবার জন্য বিতরণ করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST