অবশেষে প্রত্যাহার করা হলো নৌ ধর্মঘট

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

অবশেষে প্রত্যাহার করা হলো নৌ ধর্মঘট

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকেরা।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে শ্রম অধিদপ্তরে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত সরকার ও শ্রমিক নেতাদের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অাকতারুল ইসলাম জানান, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক প্রতিনিধিরা।

বরিশালেও নৌ যান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টিও নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার।

এর আগে খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

এতে ঢাকার সদরঘাট,বরিশালসহ নদীপথে মানুষ ও পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল।আশা করা হচ্ছে সকাল ৬ টা থেকে পুনরায় যথারীতি যাত্রা করবে নৌযান গুলি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest