ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক একটি পিকআপ ভ্যানে ৫০ কেজি গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ৩ জুলাই রাতে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট নান্দাইল দিঘী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে ৫০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার বুড়িচং থানার চাঁনসার এলাকার মৃত সামসুল হকের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৩২), ও পাঁইকোঠা এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ শিপন মিয়া (৩৫), কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীদ্বয় পিকআপভর্তি গাঁজাসহ টাঙ্গাইল হতে জয়পুরহাটের উদ্দেশ্যে আসছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিকআপযোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
উপরোক্ত ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST