যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

আলোকিত সময় ডেক্সঃ যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন সংবাদ প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ওই এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা ছিল। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ২ শিশুও ছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, পাইলেটাস পিসি -১২ মডেলে একক ইঞ্জিন টার্বোপ্রপ প্লেনটি চ্যামবারলিন বিমান বন্দর থেকে উড্ডয়নের প্রায় এক মাইল দূরে বিধ্বস্ত হয়ে যায়। বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন।

এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, বিমানটির পাইলটও বিমান বিধ্বস্তে নিহত হন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest