আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ কে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রত্যাহার

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ কে দূর্নীতি ও অনিয়মের অভিযোগে  প্রত্যাহার

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ কে দূর্নীতি, অনিয়ম ও বিভিন্ন অভিযোগে প্রত্যাহার প্রত্যাহার করা হয়েছে।

৩রা জুন শুক্রবার বিকেলে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম অনিয়ম ও ঘুষ দাবির অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।

এছাড়াও অনেকেই ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সাধারন মানুষকে হয়রানীর কথা মৌখিকভাবে পুলিশ সুপারকে অবহিত করেন।

ওসির বিরুদ্ধে এসব অনিয়ম ও সাধারন অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন পুলিশ সুপার।

তিন সদস্য তদন্ত কমিটির প্রধান হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

পরে আক্কেলপুর থানার ওসি (তদন্ত) সেলিম মালিক ওসির দায়িত্ব বুয়ে নেয়।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, পুলিশ সদস্যদের কোনো অনিয়ম সহ্য করা হবে না।

অনিয়ম ও সাধারন মানুষকে হয়রানী সহ বিভিন্ন অভিযোগে আক্কেলপুর থানা ওসি আবু ওবায়েদকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest