র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আবু রায়হান,জয়পুরহাটঃ র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ৫ জুলাই সকালে জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার লক্ষণপুর এলাকার মোঃ তহুবর রহমানের ছেলে মোঃ মমিনুর ইসলাম (৪৩) ও বিরামপুর থানার চাপরাবাজার এলাকার মোঃ ওয়াকিল সরকারের ছেলে মোঃ সুজন সরকার (২৬), কে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খালি ড্রামের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় উক্ত অবৈধ মাদকদ্রব্য দিনাজপুর জেলার বিরামপুর থেকে জয়পুরহাট হয়ে সিরাজগঞ্জ নিয়ে যাচ্ছিল এবং উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট উক্ত পিকআপযোগে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সম্পর্কিত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest