ঝালকাঠিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাসের প্রথম দিনে ঝালকাঠিতে ১১ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ । রবিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, জন প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মুক্তিযুদ্ধ মঞ্চ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক অলোক সাহার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, সদস্য খসরু নোমান, এ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী, এ্যাপেক্স ক্লাব অব ঝালকাঠির সভাপতি ডা. ফজলুল হক পবন। বক্তারা মুক্তিযোদ্ধা কোঠা বহাল রেখে কমিশন গঠন করে কোঠা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, পহেলা ডিসেম্বরকে জাতীয় ভাবে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে স্বীকৃতি ও সরকারি ছুটি ঘোষনা করাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের ঘোসিত ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানায়। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পাবলিক হরিসভা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অসীত বরণ সাহা, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আসগর আকাশ, বাসন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, মানবকন্ঠের জেলা প্রতিনিধি রাজু খান, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রুম্মান খান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহাম্মুদ, সাংবাদিক আরিফ সরদার


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest