লালপুরে ১৪ বোতল ফেন্সসিডিলসহ ১ জন আটক, মহাজন পলাতক

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২০

লালপুরে ১৪ বোতল ফেন্সসিডিলসহ ১ জন আটক, মহাজন পলাতক

এস ইসলাম, লালপুর ( নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে মাদক মাহাজন পালাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার ৫ জুলাই বিকেলে লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে এস আই খায়রুজ্জামান ও ফজলুর রহমান মহারাজপুর নামক স্থান থেকে ধানের বস্তার মধ্যে করে এলাকার প্রভাবশালী মাদকের মহাজন খ্যাত নাগশোষার নাজিরুলের বাড়িতে যাওয়ার সময় ১৪ বোতল ফেন্সিডিলসহ চাঁন্দু ( ৬০) কে আটক করে। চাঁন্দু আটকের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নওসারাসুলতানপুর থেকে দুলাল ঘোষের ছেলে নাজিরুল নাগশোষা গ্রামে প্রায় ১৫ বছর পুর্বে এসে বসবাস শুরু করে। সে ( নাজিরুল) ও তার লোকজন সন্ত্রাসী গ্রুপের সাথে থাকায় মাদক ব্যবসাসহ অসামাজিক কাজের সাথে জড়িত। স্থানীয়রা ভয়ে কেউ মুখ খুলতে পারে না। লালপুর থানার ওসি সেলিম রেজা সাংবাদিদের জানান থানার এসআই মোঃ ফজলুর ও খাইরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকেল ৫ টার সময় ফেনসিডিলসহ চান্দু কে আটক করেন, পলাতক নাজিরুল সহ উভয়ের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest