ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯
বরিশাল মহানগর প্রতিনিধিঃ বিভাগীয় শহর বরিশালে ১৬ ই অক্টোবর থেকে শুরু হলো আন্তজার্তিক জামদানি, তাত, বস্ত্র, রপ্তানী মেলা-২০১৯। নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মাঠে ১৬ই অক্টোবর বিকেল ৪টায় মেলার উদ্ধোধন করেন বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। প্রতি বছরের চেয়ে এবছরের মেলায় রয়েছে আধুনিকতার ছোয়া। এবারের মেলায় রয়েছে প্রায় শতাধিক স্টল যেখানে দেশি এবং বিদেশী অনেক প্রকার কাপড়ের সমাহার ঘটানো হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে মেলার মাঠে এসেছে নানা রংয়ের শাড়ী। মেলায় বিষেশ আকর্ষন হিসাবে থাকছে দি-কাঞ্চন সার্কাস এবং শিশুদের জন্য রয়েছে নানা প্রকার খেলাধুলার সামগ্রী। এবছর মেলার আয়োজন করেছে বাংলাদেশ উইভার্স প্রডাক্ট এন্ড ম্যানুঃ বিজনেস্ এ্যাসোসিয়েশন। মেলার মাঠে বিএমপি পুলিশের নারী সদস্যদের হাতে গড়া সামগ্রী নিয়ে রয়েছে ব্যাপক চমক। মেলার মাঠ নিয়ন্ত্রনে থাকবে সিসি ক্যামেরার এবং মেলার মাঠে প্রবেশ দ্বারের সামনে রয়েছে আধুনিক ফােয়ারা যা গানের তালে তালে দুলবে বলে জানান আয়োজক কমিটি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST