আইসিডিএ এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল।

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

আইসিডিএ এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল।

শফিউর রহমান কামাল ঃশিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছড়াবে নতুন আলো এমনি সম্ভাবনান স্বপ্ন পুরনে আজ ৬ জুলাই সকাল ১১ টায় সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ) এর আয়োজনে ও বাস্তবায়নে। পল্লী কর্ম-সহায়তা ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায়। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তির্ন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিএর নির্বাহী পরিচালক, মিসেস সালমা খান। আরো উপস্থিত ছিলে মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতেই জেলা প্রশাসক সকলের মাঝে শিক্ষাবৃত্তি নিয়ে বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন। বরিশাল সদর, কাজিরচর, বন্দর ও তালতলী উপজেলার ১৪ জন্য শিক্ষার্থীদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ১,৬৮,০০০/- টাকা বিতরণ করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest