ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
লিটন বায়েজিদ,বরিশাল ব্যুরোঃ
বরিশাল জেলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম পর্যটন স্পট বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘি, এই দীঘিকে আকর্ষণীয় করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা কর্মসূচি তারি ধারাবাহিকতায় আজ ৬ জুলাই সোমবার জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে জেলা প্রশাসন এর পক্ষ থেকে দুর্গাসাগর দীঘির ডাক বাংলো এবং অফিস কক্ষের ব্যবহারের জন্য লোগো সম্বলিত উন্নত মানের ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরডিসি বরিশাল এ এফ এম শামীম, দুর্গাসাগর নাজির মোঃ সাঈদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক আরডিসি বরিশাল এ এফ এম শামীম এর হাতে ক্রোকারিজ সামগ্রী হস্তান্তর করেন ক্রোকারিজ সামগ্রী হিসেবে প্লেট, চায়ের কাপ, প্রিজ, টি পট সেট, হাফ প্লেট, চামচ ইত্যাদি দেওয়া হয়। এর আগে দুর্গাসাগর দীঘীকে পর্যটন স্পট হিসেবে গরেতুলতে এরি মধ্যে বানর, পাখি ও নৌকা উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগর কে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক বরিশাল।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST