ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নে প্রথম বারের মতো সোনালী ব্যাংকের আনসার সদস্যে মো. হুমায়ূন কবিরের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আমুয়া অগ্রনী ব্যাংকের এক কর্মচারীর ২য় বারের মতো করোনা পরীক্ষায় রেজাল্টে পজেটিভ আসছে। রবিবার রাতে তাদের করোনা পরীক্ষা রেজাল্ট পজেটিভ আসছে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোনালী ব্যাংক ম্যানেজার মো. মাসুদ পারভেজ জানান, আমাদের ব্যাংকের আনসার সদস্যে মো. হুমায়ূন কবিরের করোনা পজেটিভ আসছে । তিনি শনিবার নমুনা দিয়েছিলেন আর রবিবার রাতেই তার রেজাল্ট আসে। তবে তিনি সুস্থ্য আছেন। তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ব্যাংকের অন্যকোন কর্মকর্তা বা কর্মচারী করোনা আক্রান্ত হয়নি। আমি সহ অনেকেই নমুনা দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যাংকের কার্যক্রম ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।
এনিয়ে উপজেলায় ২৮০টি নমুনা পরীক্ষা করে মোট করোনা শনাক্ত হয়েছেন ৩৬ জন। মোট সুস্থ্য হয়েছেন ১৯ জন আর মারা গেছেন ১জন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST