ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে নরমাল ডেলিভারি লক্ষ্যে ২৬ প্রকারের সংরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ৪লক্ষ টাকা ব্যয়ে মরিচা ইউনিয়ন ও নিজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংরঞ্জাম বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইয়ামিন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জাকিরুল ইসলাম প্রমুখ্য।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ে নরমাল ডেলিভারি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন শতভাগ হয় ও গর্ভবতী মায়েদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রাথমিক ভাবে ২ ইউনিয়নে ২৬ প্রকারের সংরঞ্জাম বিতরণ করা হলো, পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংরঞ্জাম দেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST