নাটোরে ১৫ দফা দাবীতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

নাটোরে ১৫ দফা দাবীতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আবু মুসা নাটোর || ১৫ দফা দাবীত নাটোর পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু হয়েছে। আজ রবিবার ভোর ৬টা থেকে একযোগে জেলার সকল পাম্পে এই কর্মসুচি পালন শুরু হয়। এর আগে গতকাল শনিবার রাত ৮ টা থেকেই প্রতিটি পাম্প ক্রেতার চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি সরবরাহ করেন পাম্প কর্তৃপক্ষ। এতে করে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

নাটোর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল প্রামানিক জানান, কেন্দ্রীয়ভাবে রাজশাহী সহ তিনটি বিভাগের জেলাগুলােতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী তারা তাদের কর্মসুচি পালন করছে। কেন্দ্রীয় নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের এই কর্ম বিরতি কর্মসুচি চলবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest