ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ৬ জুলাই জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়পুরহাট পুরানাপৈল মাষ্টারপাড়া এলাকার মোঃ সাহাবুদ্দিনের ছেলে
মোঃ রানা (৩২) ও পুরানাপৈল এলাকার বেলাল হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম (২৬) কে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপর একটি অভিযানে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন পাঁচইল খন্দকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষেতলাল উপজেলার পাঁচইল খন্দকারপাড়ার আব্দুর রহিম আকন্দের ছেলে আতিক হাসান সবুজ (৩১), কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর এবং ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST