কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের মৃত্যুতে  বিভিন্ন মহলের শোক

রাজশাহী ব্যুরো : উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী প্লেব্যাক সম্রাট ও কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় গুনী এই শিল্পীর আত্মার শান্তি জানিয়ে শোক বিবৃতি দেয়া হয়।
মিনুর শোক : দেশবরন্য সংগীতশিল্পী, রাজশাহীর কৃতি সন্তান এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র এবং এমপি জননেতা মিজানুর রহমান মিনু। মিনু শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। উপমহাদেশের গুনী এই শিল্পী তার কর্মের মধ্যে মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। তার মৃত্যুতে রাজশাহী এক কৃতি সন্তানকে হারালো।
রাসিক মেয়র : এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গুনী এই শিল্পী তার কর্মের মধ্যে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
রাজশাহী মহানগর বিএনপি : গুনী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাসিকের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে শূন্যতা তৈরি হলো তা কখনোই পূরণ হবার নয়। কোটি ভক্তের হৃদয়ে তিনি থাকবেন।
নতুন প্রভাত পরিবারের শোক: উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী প্লেব্যাক স¤্রাট ও কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছে দৈনিক নতুন প্রভাত পরিবার। শোক জানান নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, প্রধান প্রতিবেদক তৌফিক ইমাম পান্না, সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, স্টাফ রিপোর্টার হাবিব আহমেদ, ক্রীড়া প্রতিবেদক হেলেন খান, স্টাফ ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েল, বিজ্ঞাপন ব্যবস্থাপক আতিয়ার রহমান জুয়েল প্রমুখ।
খবর ২৪ ঘন্টা : কণ্ঠরাজ এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪ ঘন্টা। শোক জানান, খবর ২৪ ঘন্টার চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু, প্রধান প্রতিবেদক ওমর ফারুক, স্টাফ রিপোর্টার বুলবুল আহমেদ, ফরিদ আহদেম আবির প্রমুখ।
নিসচা : দেশের গর্ব কিংবদন্তী সঙ্গীতশিল্পী কন্ঠরাজ এন্ড্রু কিশোরের মৃত্যুতে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। শোক বার্তায় বিবৃতি প্রদান করেন নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহসান টিটু,
সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন,
সহ-সাধারণ সম্পাদক মামুনার রশীদ, মাসুদুজ্জামান কাজল প্রমুখ।
এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার হাজার হাজার ভক্ত শোক প্রকাশ করেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest