দিনাজপুরে বিশ্ব এইডস দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

দিনাজপুরে বিশ্ব এইডস দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥
এইডস্ নিমর্ুৃুলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ- এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগ, দিনাজপুর এর আয়োজনে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের সহযোগিতায় ১ ডিসেম্বর বিশ্ব এইডস্্ দিবসের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, সিভিল সার্জন ডাঃ আব্দুস কুদ্দুস এর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেনারেল হাসপাতালের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস কুদ্দুস। আলোচক হিসেবে আলোচনা করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্¦বধায়ক ডাঃ আহাদ আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ আবু নছর মোঃ নুরুল ইসলাম চৌধুরী, দিনাজপুর সদর প.প. কর্মকর্তা ডাঃ আরোজ উল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। প্রজেক্টরের মাধ্যমে এইডস্্ রোগের সম্বন্ধে উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান হোসেন। মুক্ত আলোচনায় অংশ নেন পিএসটিসি’র জেলা সমন্বয়কারী প্রবীন কুমার সিংহ, অনুঘকট সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল বাবলু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। বক্তারা বলেন, এইডস প্রতিরোধে ধর্মীয় অনুশাসন খুবই প্রয়োজন। এইডস বিষয়ক সচেতনতার লক্ষ্যে বর্তমান সরকার পাঠ্যপুস্তকে এইডস রোগ সম্বন্ধে সিলেবাসে অন্তর্ভূক্ত করেছে যাতে আমাদের প্রজন্ম শিক্ষার্থীরা এইডস সম্বন্ধে ধারনা নিতে পারে এবং সচেতন হতে পারে। আলোচনা সভা শেষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও লাইট হাউসের সহযোগিতায় সচেতনতামূলক তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় এফপিএবি, কাঞ্চন সমিতি, পল্লীশ্রী, ব্র্যাক, স্কাউটস্্, এনটিসি, দিনাজপুর পৌরসভা, আপোস কেয়ার বাংলাদেশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, জেনারেল হাসপাতাল, ওয়ার্ল্ড ভিশন, পরিবার পরিকল্পনা বিভাগ ও আলোহা সোস্যাল সার্ভিস এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest