ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় পুঠিয়া উপজেলার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুরহান আহমেদ মজিদ এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি চার মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, তুরহান আহমেদ মজিদ
প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তার মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি চার মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST