বিরামপুরে চিকিৎসক,সাংবাদিকসহ করোনা ১০৬ জন আক্রান্ত

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

বিরামপুরে চিকিৎসক,সাংবাদিকসহ করোনা ১০৬ জন আক্রান্ত

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে শুক্রবার সন্ধায় নতুন করে সাংবাদিক, ডাক্তারসহ ৯ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৬ জনে। শুক্রবার রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সোলাইমান হোসেন মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সুত্রে জানাযায়,এ পর্যন্ত বিরামপুর উপজেলায় ১০৬ জন রোগী করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন রোগী সুস্থ হয়েছেন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮৯ জনের। তবে এখন পর্যন্ত কোন রোগী মৃত্যু হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন,‘উপজেলায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলোকে লকডাউন ঘোষণা করা হয়েছে।আক্রান্ত অনেক রোগীকে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নতুন আক্রান্তদের মধ্যে সাংবাদিক জাকিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক আবুল কাশেম রয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest