কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু,আহত এক

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু,আহত এক

শহিদুল ইসলাম সোহেল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পরে একটা মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক যুবক। পরে আহত ওই যুবককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার বাংড়া ইউনিয়নের দয়থা গ্রামের নাঈম হোসেন (২০), ও আহত ওই যুবক একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রিফাত (২২)। জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি বিকেলে ঘটনাস্থলে পৌঁছালে সয়া থেকে একটি মোটরসাইকেল যোগে দুই যুবক হাতিয়া এলাকার ওই অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলো। এসময় ট্রেনটি তাদের ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নাঈম হোসেন নামের ওই যুবক নিহত হয়।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে বলে জানা যায়। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার বিষয়টি জানেন না বলে জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest