গফরগাঁওয়ে পৃথকস্থানে প্রশিক্ষণ বিমান থেকে মাটিতে পড়ল ২টি তেলের ট্যাংক,এলাকা জুড়ে আতঙ্ক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

গফরগাঁওয়ে পৃথকস্থানে প্রশিক্ষণ বিমান থেকে মাটিতে পড়ল ২টি তেলের ট্যাংক,এলাকা জুড়ে আতঙ্ক

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর বটতলা এলাকার পৃথকস্থানে বিমান থেকে দু’টি তেলের ট্যাংকার মাটিতে ছিটকে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক সাধারণ মানুষের মধ্যে ভীতি দেখা দিলেও বিষয়টি জানার পর উৎসুক জনতার ভীড় লেগে যায়। পরে খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রোববার (০১ ডিসেম্বর) বিকেলে ৪ টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে ও বড় বড়াই গোলাপ সরকারের বাড়ির সামনে ট্যাংকার দু’টি মাটিতে খসে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ৪ টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের উপর দিয়ে আকাশ পথে একটি বিমান উড়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে আর টি-৯৪৫ নম্বরের একটি তেলের ট্যাংকার গয়েশপুর বটতলা বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিনের মাজারের সামনে এবং এর কিছু দূরে বড় বড়াই গ্রামের গোলাপ সরকারের বাড়ির সামনের পতিত জমিতে এল টি-৯৪৫ নম্বরের আরেকটি ট্যাংকার ভেঙে পরে ধুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরের তেল চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তাৎক্ষণিক লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিষয়টি জেনে পরে কৌতুহলী লোকজন দু’টি স্থানে ভিড় করে। পাগলা থানা পুলিশের ওসি (তদন্ত) ফায়জুর রহমান এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাগলা থানার পাইথল ইউনিয়নের বটতলা এলাকার মসজিদের পাশে বিমান থেকে তেলের ট্যাংক পড়েছে বলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাই।’ তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাংকটি পড়েছে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা এলে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আরো জানান তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest