কিশোরগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ৬মাসের কারাদন্ড

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

কিশোরগঞ্জে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ৬মাসের কারাদন্ড

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো \ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রোববার সন্ধ্যা ৬টার দিকে মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও মেলাবর ডাক্তার পাড়া গ্রামের ভরত চন্দ্রের মেয়ে কোচিং থেকে বাড়ী ফেরার পথে জলঢাকা উপজেলার গাবরোল সাধুপাড়া গ্রামের নির্মল চন্দ্রের ছেলে স্বপন রায়কে ইভটিজিংয়ের অপরাধে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ রায় দেন। ভরতের মেয়ে সন্ধ্যা ৬টার দিকে কোচিং শেষে বাড়ী ফেরার পথে বখাটে স্বপন ৫বান্ধবীর সামনে তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে মজা করে। এ সময় এলাকাবাসী বখাটেকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচাজ হারুন অর রশিদ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন সোমবার তাকে নীলফামারী কারাগারে পাঠানো হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest