পাটগ্রামে গরু ফিরে পেলে বিধবা,২ চোর আটক

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

পাটগ্রামে গরু ফিরে পেলে বিধবা,২ চোর আটক

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মমিনপুরের মোছাঃ ময়না বেগম (৪২) এর একমাত্র অবলম্বন একটি গরু গত ১১ তারিখ দিবাগত রাত প্রায় ২ টার দিকে চুরি যায়।

জানা যায়, একজন প্রতিবন্ধী ছেলেসহ ৫ ছেলে-মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে জীবন-যাপন করে আসছেন বিধবা ময়না বেগম। কিছু টাকা জমিয়ে একটি গরু কিনেন তিনি।

গরু চুরির পরে অসহায় বিধবা পাটগ্রাম থানায় একটি অভিযোগ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জনসম্মুখে আসে।

পরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব তাপস সরকার দিকনির্দেশনায় পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক ও এসআই মোঃ হাসান আলীর নেতৃত্বে সোমবার(১৩ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে গরুটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
এসময় চুরি ঘটনার সাথে জড়িত পাটগ্রাম থানার মোঃ মাসুদ(২১) ও মোঃ জুয়েল ইসলামকে (২৬) গ্রেফতার করে পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।চুরির এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করা চেষ্টা চলছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest