দিনাজপুরে গ্রো-আউট টেস্ট উপলক্ষে মাঠ দিবস উদ্বোধন অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

দিনাজপুরে গ্রো-আউট টেস্ট উপলক্ষে মাঠ দিবস উদ্বোধন  অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন \ বিএডিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ সায়েদুল ইসলাম বলেছেন, ভাল বীজে ভাল ফসল- বিএডিসি কৃষকের মাঝে সেই ভাল বীজ সরবরাহ করে থাকে। বিএডিসি’র বীজের প্রতি কৃষকের আস্থা রয়েছে। কৃষক যাতে অন্য বীজ ব্যবহারে প্রতারিত নাহয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বীজের পাশাপাশি গুণগত মানের সার সরবরাহ ও সঠিক সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন গবেষণা প্রতিষ্ঠান-বিএডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মিলিতভাবে কাজ করলে কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটবে। এ ব্যাপারে সকলকে সহযোগি মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের নশিপুর ভিত্তিপাট বীজ খামারে বিএডিসি দিনাজপুরের আয়োজনে আমন ধান বীজ ফসলের গ্রো- আউট টেস্ট উপলক্ষে মাঠ দিবসের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বিএডিসি (বীজ ও উদ্যান) সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ হারুনুর রশিদ আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নশিপুর ভিত্তি পাট বীজ খামার (পাট বীজ) এর যুগ্ম পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহা ব্যবস্থাপক (বীজ) মোঃ নুর নবী সরদার, মহাব্যবস্থাপক (এএসসি) বিএডিসি মোঃ এস এম আলতাফ হোসেন, হাবিপ্রবি’র অধ্যাপক ড. মামুনুর রশিদসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, জেলা প্রশাসকের প্রতিনিধিবৃন্দসহ রংপুর বিভাগের ৮ জেলার বিএডিসি’র শতাধিক কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) ড. শেখ হারুনুর রশিদ বলেন, বিএডিসি’র বীজ ব্যবহারে চাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest