ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
বরিশাল ব্যুরোঃ করোনা কালে ভিক্ষাবৃত্তি স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই ভিক্ষা না করার তথা রাস্তায় না বের হওয়ার শর্তে আটাত্তর বছরের স্বজনহীন ভিক্ষুক ফজরজান বিবিকে খাদ্য সহায়তা দিয়ে যাবেন বিএমপি কমিশনার ।
আজকের বার্তায় প্রকাশিত সংবাদ সূত্রে , আটাত্তর বছরের স্বজনহীন ভিক্ষুক ফজরজান বিবিকে মাননীয় বিএমপি কমিশনার মহোদয় খুঁজে বের করার নির্দেশ দিলে ,অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা বিএমপির নেতৃত্বে কোতয়ালী থানাধীন কেডিসি সংলগ্ন , নামার চর বস্তি থেকে স্বজনহীন ভিক্ষুক ফজরজান বিবিকে খুঁজে আনেন।
পরবর্তিতে সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ আঃ হালিম বিএমপি কমিশনার মহোদয়ের পক্ষে ফজরজান বিবির হাতে ,ফলমূল ,খাদ্য সামগ্রী,নগদ অর্থ তুলে দেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST