নাটোরের বড়াইগ্রামে জন্ম নিলো কোমর জোড়া লাগানো জমজ শিশু

প্রকাশিত: ৪:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

নাটোরের বড়াইগ্রামে জন্ম নিলো কোমর জোড়া লাগানো জমজ শিশু

আবু মুসা নাটোর থেকেঃ নাটোরের বড়াইগ্রামের আটুয়া গ্রামে কোমর জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন আদুরি বেগম (৩০)নামে এক নারী।তাদের কোমরের সাথে কোমর জোড়া লাগানো কিন্তু মলদ্বার একটাই। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্খাজনক। সোমবার সকাল ৯টায় নবজাতক জমজ শিশু দুটি রিক্সাচালক তাজেলের নিজ বাড়িতে জন্মগ্রহণ করে। এলাকাবাসীর সুত্রে জানা যায় তারা দরিদ্র পরিবারের লোক।তাজেল একজন রিক্সাচালক।তার ১২ বছরের একটি কন্যা আছে।দেনার দ্বায়ে সে এলাকায় আসতে পারেনা। এদিকে শিশু দুটিকে দেখার জন্য সাধারণ মানুষ তাজেলের বাড়িতে ভিড় করছেন। বনপাড়া পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন বলেন, তিনি একজন অতিদরিদ্র রিকশাচালক। তাঁর পক্ষে এই শিশু দুটির চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন এ বিষয়ে বলেন,বিষয়টি আমি শুনেছি এবং তাৎক্ষনিকভাবে সু চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে তাদের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে জমজ শিশুদুটি এবং মাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest