ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় করোনায় আক্রান্তের রুগির সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনসহ মোট ১০৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ২১ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩২ জন। সিভিল সার্জনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলায় প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে আছেন ৪০৫ জন ও হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন করোনা রোগী।
দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বাড়ছে মৃত্যুও। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, গার্মেন্টস কর্মী, ইমামসহ ২১ জন মারা গেছেন। এদের মধ্যে সদরে ৫ জন, চিরিরবন্দরে ৪ জন, বীরগঞ্জে ২ জন, বোচাগঞ্জে ২ জন, ফুলবাড়ীতে ২ জন, নবাবগঞ্জে ২ জন, বিরামপুরে ১ জন, কাহারোলে ১ জন, খানসামায় ১ জন ও পার্বতীপুরে ১ জন মারা গেছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে নমুনা সংগ্রহ প্রতিদিনেই করা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST