ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘায় চরাঞ্চলের কালিদাসখালি এলাকার পদ্মায় নাজিম উদ্দীন (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় পদ্মার ওপারে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। তিনি উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আযম বলেন, মাছ ধরতে যাওয়ার জন্য নাজিমসহ কয়েকজন এলাকার শরিফুলের নৌকায় উঠে। এর মধ্যে মাঝির পাশে গিয়ে বসে নাজিম উদ্দীন। এ সময় ইঞ্জিন চালিত নৌকাটি চালু করার সময় ঝাকিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। নদীতে ¯্রােত থাকায় তাৎক্ষনিক তাকে উদ্ধার যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন,্ এর আগে এবিষয়ে কিছু শোনেননি। দুপুর পৌণে ৩টায় এ রিপোর্ট লেখা পযন্ত নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST