দিরাইয়ে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন

প্রকাশিত: ৬:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

দিরাইয়ে টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের দিরাইয়ে টিসিবি ডিলারের মাধ্যমে প্রতি কেজি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে দিরাই বাজারের হাইস্কুল রোডস্থ মেসার্স আবু সুফিয়ান ট্রেডার্সে পেঁয়াজ বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, ডিলার শাহীন মিয়া, ব্যবসায়ী নুরুজ্জামান, সুমন শহীদ প্রমুখ। এসময় পেঁয়াজ কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। লাইনে অপেক্ষমাণ আব্দুল কুদ্দুস বলেন, বাজারে পেঁয়াজের কেজি ২০০ টাকা তাই বেশ কিছুদিন যাবত পেঁয়াজ কেনা বাদ দিয়েছিলাম। আজ টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে আসলাম। তিনি এ উদ্যোগের প্রশংসা করে বলেন, আরো আগেই কার্যক্রম চালু করার প্রয়োজন ছিলো। টিসিবির ডিলার শাহিন মিয়া জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দিরাইসহ আশপাশের বাজারে পর্যায়ক্রমে ৪৫ টাকা কেজি ধরে পেয়াঁজ বিক্রি করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest