ঢাকা ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নওশাদ (২৫) নামে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের এলিট পাম্পের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নওশাদ পঞ্চগড়ের ভিতরগড় বড় কামাত এলাকার জজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদ মোটরসাইকেলে করে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে এলিট পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার বাইকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী নওশাদের মৃত্যু হয়।
বোদা হাইওয়ে থানার সার্জেন একেএম নওশাদ ফরহাদ বাইকআরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST