লালমনিরহাট আদিতমারীতে ২ মাদক ব্যবসায়িক আটক

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

লালমনিরহাট আদিতমারীতে  ২ মাদক ব্যবসায়িক আটক

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি বাংলানিউজকে জানান।

আটকরা হলেন- আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন রাসেল (২০) ও কালীগঞ্জ উপজেলার দুলালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে মোশারফ হোসেন (২২)।

ওসি মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা মোশারফকে এবং নয়াহাট এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ রাসেলকে আটক করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest