পঞ্চগড়ে নতুন আরোও ৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

পঞ্চগড়ে নতুন আরোও ৪ জনের করোনা শনাক্ত

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে নতুন করে আরও ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯৫ জন, এ পর্যন্ত জেলায় ৪ জনের মৃত্যু ও ১৪৪ জন সুস্থ্য হয়েছেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) রাতে পঞ্চগড়ে নতুন করে আরও ৪ জনের করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, পঞ্চগড় সিভিল সার্জন ডা.মো. ফজলুর রহমান।

নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ৪ জনের মধ্যে ১ জনের বাড়ি পঞ্চগড় সদরের পুরাতন পঞ্চগড় ও বাকি ৩ জনের বাড়ি বোদা উপজেলায়।

নতুন করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার রির্পোট আসার পরপরই করোনা ভাইরাসে শনাক্ত হওয়া ৪ জনের বাড়িসহ তাদের আশে-পাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে পঞ্চগড় সদর ও বোদা উপজেলা প্রশাসন।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়া ৪ জনের শরীর থেকে পৃথক পৃথক ভাবে স্বাস্থ্য বিভাগ গত ১৫ জুলাই নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। শুক্রবার (১৭ জুলাই) রাতে ওই ৪ জনের নমুনার রির্পোট পজেটিভ আসে। তবে তারা সুস্থ্য এবং বাড়িতে আছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest