ঢাকা ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
রবিউল ইসলাম রংপুর ।
শনিবার সকালে রংপুর পুলিশ সুপারের উদ্যোগে এক মহড়া অনুষ্ঠিত হয়,এ মহড়া নির্দেশনা দেন ,জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার রংপুর মহোদয়ের দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের উদ্যোগে রংপুর জেলা পুলিশ সদস্যদের মাঝে অগ্নি নিবার্পন প্রশিক্ষণ ও একটি মহড়া অনুষ্ঠিত হয়। সকালে পুলিশ অফিস প্রাঙ্গনে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণের উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) জনাব মোঃ আনোয়ার হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অগ্নি নিবার্পন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কোথাও কোন আগুনের সূত্রপাত হলে প্রাথমিক ভাবে কিভাবে আগুন নেভানো যায়,আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা আগুন নেভানোর জন্য সহযোগিতা করতে পারে। ভুমিকম্প ও আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা কিভাবে উদ্ধার অভিযানে অংশ গ্রহন করা যায় প্রকৃতি বিষয়ে অগ্রিম ধারনা প্রদান করা। তিনি আরও বলেন, জেলা পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নি নিবার্পন প্রশিক্ষণ যথাযথভাবে আয়ত্ত করে অগ্নিকান্ড রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে জেলা ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণসহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST