ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
নিজস্ব প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে একাধিক মামলার আসামী উপজেলার নাচনমহল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক হানিফ হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার ১৮ জুলাই দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের বাড়ির কাছে একটি সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে নলছিটি থানায় দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) জহিরুল ইসলাম জানান, ডাকাতি সহ একাধিক মামলার আসামী হানিফ হাওলাদারের নামে নানা অভিযোগ রয়েছে। এলাকায অবস্থান করেছেন এমন খবর পেয়ে র্যাব-৮ এর একটি দল এলাকার একটি সালিশ বৈঠক থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকালে নলছিটি থানায় সোর্পদ করা হয়। নলছিটি থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির বলেন, দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ খুঁজতেছিল। র্যাব তাকে গ্রেফতার করে নলছিটি থানায় সোর্পদ করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST