দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুজি করে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল -এমপি মনোরঞ্জন শীল গোপাল

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুজি করে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি মহল -এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ একটি বিশেষ মহল ধর্মীয় উস্কানি দিয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে এ কথা উল্লেখ্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মহলটি দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুজি করে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা কখনও সফল হতে পারেনি, পারবেও না। সোমবার রাতে বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে কুড়িটাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কুড়িটাকিয়া হাট ইয়াং সোসাইটি উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর তাজহাট বায়তুল হুদা জামে মসজিদ এর খতিব হাফেজ মাওঃ ওমর ফারুক সিদ্দিকী, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মুফতি মাওঃ জাহিদুল ইসলাম। তাফসীরুল কুরআন মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুজ্জামান আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন রাজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest