ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সমানে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এ লটারী অনষ্ঠিত হয় ।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল বেগম, কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ জানান- চলতি মৌসুমে এ উপজেলার ৯ টি ইউনিয়নের প্রায় ৪৬ হাজার কৃষকের মধ্যে ২ হাজার ২ শত ৮৩ জন কৃষকের কাছ থেকে জন প্রতি ১ টন করে ধান ক্রয়ের সরকারী সিদ্ধান্ত হওয়ায়, লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST